রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলাধীন জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন মৌজার রাজবাড়ী – ভাটিয়াপাড়া রেলপথ সড়কের পূর্বপার্শ্বে ও জামালপুর - কোলারহাট পাকা সড়কের দক্ষিণ পার্শ্বে মনোরম পরিবেশে কলেজটি অবস্থিত। পশ্চিম পার্ম্বে জামালপুর বাজার ও চন্দনা নদী, উত্তর পার্শ্বে জামালপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও রেলষ্টেশন অবস্থিত। ধুমপান ও রাজনীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্র/ছাত্রীদের কলেজ ড্রেসের ব্যবস্থা আছে।
১৯৯৬ ইং সনে অত্র এলাকার শিক্ষিত যুব সমাজ প্রথমে জামালপুর কলেজটি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করে। জামালপুর ইউনিয়ন, মেগচামী ইউনিয়ন এবং গাজনা ইউনিয়ন এই তিনটি ইউনিয়নের সংযোগ স্থল হওয়ায় এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান অনেক দূরে হওয়ায় এলাকার শিক্ষিত যুব সমাজ ও শিক্ষানুরাগী নেতৃস্থানীয় বাক্তিবর্গের সহায়তায় ১৯৯৮ সালে কলেজটির যাত্রা শুরু হয়। জামালপুর কলেজ প্রতিষ্টার লক্ষ্যে সর্বপ্রথম ২/৪/১৯৯৬ ইং তারিখ নলিয়া খাদ্য গুদাম প্রাঙ্গনে সকল সত্মরের জনসাধারনের উপস্থিতিতে একসাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।উক্ত কমিটি কলেজ প্রতিষ্ঠার প্রথমিক কার্যক্রম শুরু করেন। কমিটির সদ্যরা হলেন যথাক্রমে (১) জনাব মোঃ হাবিবুল ইসলাম দেওয়ান আহবায়ক (২) জনাব মোঃ সামছুল আলম মিয়া(সুফী) সদস্য (৩) ’’ এ, কে ,এম ফরিদ হোসেন মিয়া ’’ (৪) ’’ মোঃ ইউনুচ আলী সরদার ’’ (৫) ’’ মাহবুবুল হক টিপু ’’ (৬) ’’ ছাদেক আলী সরদার ’’ (৭) ’’ গৌড় মোহন চট্টপাধ্যায় ’’ (৮) ’’ মীর মনিরুজ্জামান ’’ (৯) ’’ মোঃ ছিদ্দিক আলী মিয়া ’’ (১০) ’’ সুকুমার দাস। ’’ (১১) ’’ মোঃ ফজলুর রহমান ’’ (১২) ’’ বলাই চন্দ্র দাস। ’’ (১৩) ’’ মধু সদন কুন্ড ’’ (১৪) ’’ দিলীপ কুমার দে ’’ (১৫) ’’ মোঃ হাবিবুল ইসলাম সরদার ’’ এরই ধরাবাহিকতায় তৎকালীন রাজবাড়ী - ২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ জিল্লুল হাকিম মহোদয় ১৯৯৮ ইং সনের ১৬ মে কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন । এবং মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ জিল্লুল হাকিম মহোদয়ের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগীতায় ১৯৯৯-২০০০ শিক্ষা বর্ষ থেকে ছাত্র/ছাত্রী ভর্তির কার্যক্রম আরম্ভ হয়। পরবর্তীতে রাজবাড়ী -২ আসনের তৎকালীন মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ নাসিরুল হক সাবু সাহেবের আন্তরিক প্রচেষ্টায় কলেজটি ২১/০৪/২০০৩ইং তারিখে প্রথম স্বীকৃতি লাভ করে এবং গত ১/৬/২০০৪ইং তারিখে এম,পি,ও ভুক্ত হয়।
বর্তমান পরিচালনা কমিটির তথ্যঃ (১) জনাব মোঃ আবুল কালাম আজাদ- সভাপতি (চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বালিয়াকান্দি ।) (২) ’’ এ, কে, এম, ফরিদ হোসেন মিয়া- দাতা সদস্য (চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ, জামালপুর ।) (৩) ’’ ছালাম তালুকদার- সদস্য (৪) ’’ মোঃ আবুল বাশার খান- সদস্য (৫) ’’ মোঃ লিয়াকত মোল্লা- সদস্য (৬) ’’ মোঃ সফিকুল ইসলাম- সদস্য (৭) ’’ সাইফুল-বিন-খালেক- সদস্য (৮) ’’ শামীমা ইয়াসমিন - শিক্ষক প্রতিনিধি (৯) ’’ মীর মনিরুজ্জান - ’’ (১০) ’’ আহসান হাবীব খান- ’’ (১১) ’’মোঃ জাকির হোসেন মৃধা - সদস্য সচিব, অধ্যক্ষ, জামালপুর কলেজ।
বিগত ৫ বছরের পাবলিক পরীক্ষার ফলাফলঃ- পরীক্ষার সন পরীক্ষার্থীর সংখ্যা কৃতকার্য পাশের হার ২০০৮ ১৯৬ ১৪৯ ৭৬.০২% ২০০৯ ১৮০ ৯০ ৫০% ২০১০ ২২৯ ১৪৯ ৬৫.০৬% ২০১১ ২৩৭ ১১৫ ৪৮.৫২% ২০১২ ২৬৫ ২০৪ ৭৬.৯৮%
শিক্ষা বৃত্তির তথ্যঃ- ৪০% দরিদ্র মেয়েদের উপবৃত্তির বাবস্থা আছে।
২০১০ সনে জেলা আন্তঃকলেজ ভলিবল প্রতিযোগীতায় চাম্পিয়ান এবং ২০১১ সনে উপজেলা আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগীতায় চাম্পিয়ান।
ভবিষ্যৎ পরিচালনাঃ- কলেজটি ডিগ্রি কলেজে উন্নিত করা, ছাত্র-ছাত্রিদের হোস্টেলের বাবস্থা, শিক্ষক কর্মচারীদের আবাসন বাবস্থা, কলেজের সীমানা প্রাচীর, শহীদমিনার নির্মাণ এবং কলেজের অবকাঠামোগত উন্নয়ন করা।
যোগাযোগঃ ডাকঘরঃ নলিয়া-৭৭৩১, উপজেলাঃ বালিয়াকান্দি, জেলাঃ রাজবাড়ী। ইমেইলঃ collegejamalpur@yahoo.com মোবাইলঃ ০১৭১৬৩৬০৫২৫ (অধ্যক্ষ)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস