রাজবাড়ী জেলার অন্তর্গত বালিয়াকান্দি উপজেলাধীন নারুয়া ইউনিয়নে নারুয়া গ্রামে ১৯৯১ সালে মুন্সী ইয়ারউদ্দিন আহম্মেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
১৯৯১ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ ও মুক্তিযোদ্ধাদের ঐকান্তিক প্রচেষ্টায় আওয়ামীলীগের সভাপতি প্রয়াত মুন্সী ইয়ারউদ্দিন আহম্মেদ অত্র মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
৬ষ্ঠ শ্রেণী- ৫০ জন, ৭ম শ্রেণী- ৪৮ জন, ৮ম শ্রেণী- ৪০ জন,
৯ম শ্রেণী- ৩০ জন, ১০ম শ্রেণী- ৩৩ জন।
নিয়মিত কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এডহক কমিটি গঠন প্রক্রিয়াধীন।
২০০৮ সাল- ৯০%, ২০০৯ সাল- ৪৩%, ২০১০ সাল- ৮০%
২০১১ সাল- ৯৭%, ২০১২ সাল- ৬৮%
কর্মরত শিক্ষক-কর্মচারীর তালিকা
ক্রমিক নং | নাম | পদবী | শিক্ষাগত যোগ্যতা |
০১ | মোর্শেদা বেগম | প্রধান শিক্ষক | এমএসসি, এমএড |
০২ | কামরুল হাসান | সহঃ প্রধান শিক্ষক | বিএ, বিএড |
০৩ | মোঃ মিজানুর রহমান | সিনিয়র শিক্ষক | বিএ, বিএড |
০৪ | মোঃ আবুল কাশেম | ধর্মীয় শিক্ষক | কামিল, বিএড |
০৫ | আশরাফুন্নাহার | সিনিয়র শিক্ষক | বিএ, বিএড |
০৬ | রুখসানা জেসমিন | শরীরচর্চা শিক্ষক | এমএসএস, বিপিএড |
০৭ | মোঃ নাসির উদ্দিন | সিনিয়র শিক্ষক | বিএসসি, বিএড |
০৮ | রমেশ কৃষ্ণ বিশ্বাস | হিন্দু ধর্মীয় শিক্ষক | এমকম, বিএড |
০৯ | মোঃ কামাল হোসেন | কৃষি শিক্ষক | বিএ, জি,এগ |
১০ | দেবাশীষ ভট্টাচার্য্য | গণিত শিক্ষক | এমএসসি, বিএড |
১১ | অরবিন্দ বিশ্বাস | বিজ্ঞান শিক্ষক | এমএসসি |
১২ | হাসিনা পারভীন | সহঃ গ্রন্থাগারিক | এমএ |
১৩ | মোঃ জয়নাল আবেদীন | অফিস সহকারী | এসএসসি |
১৪ | রোকেয়া খাতুন | আয়া | ৮ম শ্রেণী |
১৫ | মোঃ আব্দুর রশিদ | নৈশ প্রহরী | ৮ম শ্রেণী |
১৬ | মহিদুল ইসলাম | এস,এল,এস,এস | এসএসসি |
বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভের পর ১৯৯৮- ১০০% পাশ করে।
বিদ্যালয়টিকে আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তোলা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস