সংক্ষিপ্ত বর্ণনা | রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জংগল ইউনিয়নের অন্তর্গত আকশুকনা গ্রামে আকশুকনা সরকারী প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত।এলাকার অর্থনৈতিক অবস্থা খারাপ হলেও শিক্ষার প্রতি বেশ আগ্রহ ও উৎসাহ আছে। |
ইতিহাস | বালিয়াকান্দি উপজেলার পূর্ব-পশ্চিমের একটি গ্রাম আকশুকনা।এই গ্রামের দক্ষিণে অবস্থিত এই প্রতিষ্ঠানটি।এটা এলাকার সর্বপ্রথম প্রাথমিক বিদ্যালয়। |
ছাত্র-ছাত্রীর সংখ্যা(শ্রেণীভিত্তিক) | ১ম-১৪জন, ২য়-১৫জন, ৩য়-১৯জন, ৪র্থ-১৩জন, ৫ম-২১জন । |
বর্তমানে পরিচালনা কমিটির তথ্য | ১০-০২-২০১০ ইং থেকে বর্তমান পরিচালনা কমিটি কার্যকরী আছে। |
বিগত ৫ বছরের সমাপনী/ | ২০১১-১০০%, ২০১০-১০০%, ২০০৯-১০০%, ২০০৮-৪৭%, ২০০৭-৬৫%। |
শিক্ষা বৃত্তির তথ্য | ২০১০ সালে মেধা তালিকায় ১জন অন্তর্ভুক্ত ছিল। বর্তমান বছরে বৃত্তি পায় নাই। তবে জিপিএ-৫পেয়েছে। |
অর্জন | এলাকার শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে এবং শতভাগ ছাত্র-ছাত্রী। |
ভবিষ্যৎ পরিকল্পনা | এ বছর সমাপনী পরীক্ষায় ১০০% পাশ করেছে। এধারা যাতে বচায় থাকে এবং প্রতি বছর বৃত্তি পায় তার জন্য বাস্তবমুখি পদক্ষেপ গ্রহণ করা হবে। |
মলয় কুমার রায়
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
মোবাইল নং-০১৭৫৭৭৭৩৩৭৫
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস