বিদ্যালয়টি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা সদর হতে ১২ কি:মি: উত্তরে অবস্থিত। ১টি দ্বিতল ভবন, ২টি টিন সেড ভবন, একটি প্রশাসনিক ভবন এবং দৃষ্টিনন্দন স্কুলের গেট, চতুরদিকে বাউন্ডারী ওয়াল এবং সুবিশাল খেলার মাঠ, আধুনিক শিক্ষা উপকরণ, পৃথক কম্পিউটার কক্ষ, বিজ্ঞানাগার, পৃথক লাইব্রেরী এবং দৃষ্টি নন্দন শহীদ মিনার এ বিদ্যালয়ের বৈশিষ্ট।
১৯৬০ সালে মরহুম আব্দুল গফুর মোল্লা চেয়ারম্যান নিবাচিত হবার পর রাজধরপুরের বিভিন্ন উন্নয়নের পাশাপাশি উচ্চ বিদ্যালয়ের স্বপ্নসাধ বুকে নিয়ে শুরু করলেন ১৯৬১ সালে রাজধরপুর উচ্চ বিদ্যালয়। আব্দুল গফুর মোল্লা বিদ্যালয়ের সার্বিক দায়িত্বে ছিলেন। প্রধান শিক্ষক ছিলেন মরহুম খোশেদুর রহমান। বিদ্যালয়টি যথাসময়ে সরকারী স্বীকৃতি না পাোয়ার কারণে ১৯৬৪ সালে আবার বন্ধ হয়ে যায়। ১৯৬৭ সালে মরহুম আব্দুল রাজ্জাক মোল্লা অঙ্কুরে বিনিষ্ট হয়ে যাওয়া রাজধরপুর উচ্চ বিদ্যালয় পূনর্গঠিত করার স্বপ্ন নিয়ে হাজী কাচাই মোল্লা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় শুরু করলেন। অন্যত্র চাকরী হওয়ার কারনে তিনি চলে যান। ১৯৬৮ সালে বিদ্যালয়টির নাম পরিবর্তন করে রাজধরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নামকরন করে । ১৯৬৭ সালে ১লা জানুয়ারী থেকে সরকারী স্বীকৃতি লাভ করে এবং বিদ্যালয়টি ১৯৭২ সাল পর্যন্তনিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে চালু ছিল। ১৯৭৩ সালের ১লা জানুয়ারী থেকে রাজধরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টিতে ৯ম শ্রেণি খোলা হয়। স্থানীয় ব্যক্তি বর্গ বিভিন্ন ভাবে বিদ্যালয়টির উন্নয়ন করার চেষ্টা করতে লাগলেন। অবশেষে ১৯৭৩ সালের ১লা জানুয়ারী থেকে সরকারী অনুমোদ লাভ করে। |
৬ষ্ঠ-১৭৮, ৭ম-১০৪, ৮ম-১১০, ৯ম-৬৮, ১০ম-১৭২ |
১। মো: বেলায়েত হোসেন মোল্লা-সভাপতি ২। মো: মোশারফ হোসেন মোল্লা-প্রতিষ্ঠাতা সদস্য ৩। গোলাম মোস্তফা –অভিভাবক সদস্য ৪। সোহরাব হোসেন–অভিভাবক সদস্য ৫। ডা: আপতাব উদ্দিন–অভিভাবক সদস্য ৬। আবুল কালাম মোল্লা–অভিভাবক সদস্য ৭। আকলিমা বেগম-মহিলা সদস্য ৮। আ: সাত্তার মাষ্টার-কো অপ্ট সদস্য ৯। শেখ মো: আজিম উদ্দিন-সদস্য ১০। শচীন্দ্র নাথ মন্ডল-শিক্ষক প্রতিনিধি ১১। নিলমনি-শিক্ষক প্রতিনিধি ১২। শারমিন আক্তার-শিক্ষক প্রতিনিধি ১৩। মো: খালেকুজ্জামান- সদস্য সচিব। |
২০০৯-৬৬.৬৭%, ২০১০-৯০.৯০%, ২০১১-৬৮.৬৫%, ২০১২-৭৯.১৭%, ২০১৩৮৬.৫৪% |
ছাত্র/ছাত্রীদের মান বৃদ্দি করা এবং বিদ্যালযটিকে কলেজে পরিণত করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস