রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলাধীন বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়টি চন্দনা নদীর তীরে উপজেলা পরিষদ সংলগ্ন উত্তর পার্শে ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয় ।এখানে উল্লেখ্য যে রানী হর্ষমূখী ষ্টেটের রুকুনী জমিদারের সহায়তায় জীবশীব মিশন রুকুনী বালিকা প্রাথমিক বিদ্যালয় হিসাবে প্রথম প্রতিষ্ঠিত হয় ।পরবর্তীতে বালিয়াকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যনবৃন্দ জনাব মৃত মোজাহার হোসেন বিশ্বাস , আক্তার হোসেন মিয়া , হাজী মোশারফ হোসেন ও সদস্য নিখিল চন্দ্র সিকদার সহ বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের তৎকালিন প্রধান শিক্ষক মরহুম খন্দকার আব্দুল কাদের ও ধমীয় শিক্ষক এ বি এম সাখাওয়াত হোসেন এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের সহায়তায় জীবশীব মিশন রুকুনী বালিকা প্রাথমিক বিদ্যালয়টি বর্তমান স্থানে বালিয়াকান্দি বালিকা উচ্চ বিদ্যালয় হিসাবে অত্র উপজেলায় একমাত্র নারী শিক্ষার প্রতিষ্ঠান হিসাবে কার্যক্রম শুরু হয় ।১৯৭০ ইং সালে মাধ্যমিক হিসাবে ১ম স্বীকৃতি প্রাপ্ত হয় ।১৯৭২ সাল থেকে সর্ব প্রথম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ গ্রহন করে ।১৯৮৪ সালে সরকারের পাইলট প্রকল্পের অন্তর্ভুক্ত হোয়ার প্রেক্ষিতে বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় নামকরন করা হয় ।১৯৯৮ সাল থেকে বিদ্যালয়ে এস এস সি ভোকেশনাল কোর্স চালু করা হয় বিদ্যালযটি ১৯৯৬ সাল হইতে এস এস সি , জুনিয়র বৃত্তি , জে এস সি পরীক্ষার মূল কেন্দ্র হিসাবে ব্যবহিত হচ্ছে ।বিদ্যালয়ের মোট জমির পরিমান ১৬২ শতাংশ ।২০১৩ সালে মোট শিক্ষার্থী সংখ্যা ৮১৬ জন ।এস এস সি এবং জে এস সি পরীক্ষার ফলাফল খুবই সন্তোজনক্ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হোয়ায় এলাকার শিক্ষা বিস্তারে যথেষ্ট ভূমিকা রাখছে।
সাল | পরীক্ষার্থীর সংখ্যা | পাশের সংখ্যা | পাশের হার | ||
মোট | ছাত্রী | মোট | ছাত্রী | ||
২০১০ | ৬৮ | ৬৮ | ৬৫ | ৬৫ | ৯৫.৫৯% |
২০১১ | ৬৪ | ৬৪ | ৫৯ | ৫৯ | ৯২.১৯% |
২০১২ | ৫৩ | ৫৩ | ৪৮ | ৪৮ | ৯০.৫৭% |
২০১৩ | ৫৪ | ৫৪ | ৫১ | ৫১ | ৯৬.২৩% |
২০১৪ | ৯৫ | ৯৫ | ৮৬ | ৮৬ | ৯০.৫৩% |
জ্ঞান বিস্তারের মাধ্যমে বলিয়াকান্দি উপজেলার যে সকল মেয়েরা অত্র প্রতিষ্ঠানে অধ্যায়নরত তাদের জন্য আলোকিত ভবিষ্যত গড়ে দেয়া।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস