বিদ্যালয়টি বালিয়াকান্দি উপজেলা হতে ১০কি:মি: পশ্চিমে জংগল গ্রামে অবস্থিত।বিদ্যালয়টিতে উপজেলার যোগাযোগ ভাল । বিদ্যালয়ের পাশে একটি মন্দির ও একটি উচ্চ বিদ্যালয় আছে। |
বিদ্যালয়টিতে জমিদান করেছেন জংগল গ্রাম নিবাসী নারায়ণ চন্দ্র সরকার।বিদ্যালয়টি প্রথমে বর্তমান অবস্থানের দক্ষিণ পার্শ্বে স্থাপিত হয়েছিল।পরবর্তীতে ১৯৮৯ সালে পূর্বের অবস্থানের প্রায় ১০০গজ উত্তরে স্থাপিত হয়।
ছাত্র-ছাত্রীর সংখ্যা(শ্রেণীভিত্তিক) | ১ম- ৫৭ জন, ২য়- ৪৪ জন, ৩য়- ৫৩ জন, ৪র্থ- ৪৮ জন, ৫ম- ৪০ জন । |
বর্তমান পরিচালনা কমিটির সদস্য-১২ জন ।
২০০৭ থেকে ২০১২ পর্যন্ত সমাপনীর পাশের হার ১০০% ।
বিদ্যালয়কে আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তুলতে এবং শিক্ষার মান বৃদ্ধির প্রচেষ্টা চালাব।
প্রজিত কুমার বিশ্বাস
প্রধান শিক্ষক
মোবাইল নং-০১৭২১২৯৯৫১০
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস