জংগল সম্মিলনী আদর্শ উচ্চ বিদ্যালয়টি জংগল বাজার সংলগ্ন একটি মনোরম পরিবেশে অবস্থিত। বালিয়াকান্দি হতে অটোতে (ভাড়া=২০.০০টাকা) জংগল বাজারে নামলে সামনেই জংগল সম্মিলনী আদর্শ উচ্চ বিদ্যালয়টি দেখা যাবে। এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক সহ মোট ১২ জন শিক্ষক এবং দুইজন দপ্তরী আছে।
বালিয়াকান্দি থানার জংগল ইউনিয়নের জংগল গ্রামে, জংগল সম্মিলনী আদর্শ উচ্চ বিদ্যালয়টি অবস্থিত । একসময় এই এলাকা শিক্ষা-দিক্ষায় অনেক পিছিয়ে ছিল এবং অনেক দূরের স্কুলে যেতে হতো । এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিতা করেন। এই বিদ্যালয়টি প্রতিষ্ঠায় যারা জমিদান করেন তারা হলেন, ইন্দুভূষণ গোস্বামী(জংগলগ্রাম), ক্ষীতিশ চন্দ্র বসু(বন্যাতৈল), নারায়ন সরকার(জংগলগ্রাম), সুবল মন্ডল(জংগলগ্রাম), গুরুপদ মন্ডল(জংগলগ্রাম), ক্ষীতিশ চন্দ্র মন্ডল(জংগলগ্রাম), নরেন্দ্রনাথ বিশ্বাস(জংগলগ্রাম), এবং শ্রীদাম চন্দ্র মন্ডল(জংগলগ্রাম)।
মোট ছাত্র/ছাত্রীর সংখ্যা শ্রেণী ভিত্তিক | ৬ষ্ঠ শ্রেণী | ৭ম শ্রেণী | ৮ম শ্রেণী | ৯ম শ্রেণী | ১০ম শ্রেণী | |||||
ছেলে | মেয়ে | ছেলে | মেয়ে | ছেলে | মেয়ে | ছেলে | মেয়ে | ছেলে | মেয়ে | |
২২ | ৫৪ | ১৭ | ৩২ | ২০ | ৩৪ | ১৪ | ২৩ | ২১ | ২১ |
বর্তমান পরিচালনা কমিটি :
বর্তমান বিদ্যালয়টি নিয়মিত পরিচালনা কমিটি দ্বারা পরিচালিত। কমিটির সদস্য সংখ্যা ১১জন। তন্মধ্যে মহিলা সদস্য সংখ্যা ৩ জন। বর্তমান কমিটির মেয়াদ আগামী ২৭/১০/২০১৩ইং তারিখে উত্তীর্ণ হবে।
বিগত ৫ বছরের সমাপণী/পাবলিক পরীক্ষার ফলাফল :
বিগত ৫বৎসরের বিদ্যালয়ের অভ্যন্তরীণ সমাপনী পরীক্ষার গড় পাশের হার-৮৯% ।ছাত্রের গড় পাশের হার-৮৫% ও ছাত্রীর গড় পাশের হার-৯৩% । পাবলিক পরীক্ষার গড় পাশের হার-৬৫% ।
বিদ্যালয়ের ভবিষ্যত পরিকণ্পনা :
বিদ্যালয়টিকে একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উন্নীত করণ,মানসম্মত কম্পিউটর ল্যাব নির্মাণ,আদর্শ লাইব্রেরী নির্মাণ,সকল শিক্ষার্থীর ব্যবহার উপযোগী বিজ্ঞানার নির্মাণ,মাল্টিমিডিয়া ক্লাসরুম নির্মাণ সহ পাশের হার বৃদ্ধি,ঝড়ে পড়া রোধ,শিক্ষার্থীর উপস্থিতি বৃদ্ধি,পাবলিক পরীক্ষার ফলাফলে জি.পি.এ.-৫-এর সংখ্যা বৃদ্ধি।
শশধর ঘোষ
প্রধান শিক্ষক
জংগল সম্মিলনী আদর্শ উচ্চ বিদ্যালয়
মোবাইল নং-০১৭১৫৮০২০২৪
মেধাবী শিক্ষার্থী :
প্রত্যন্ত ও অনগ্রসর এলাকায় বিদ্যালয়টি অবস্থিত হওয়ায় মেধাবী শিক্ষার্থীর সংখ্যা আশানুরুপ নয়। অভিভাবকের অসচেতনতা ও দরিদ্রতার কারণে মেধার সঠিক বিকাশ হয়না। শ্রেণীর ১ম,২য়,৩য় রোল নম্বরধারী শিক্ষার্থীই মোটামুটি ভাল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস