নলিয়া শ্যামামোহন ইনষ্টিটিউশন, ডাকঘরঃ নলিয়া,উপজেলাঃ বালিয়াকান্দি, জেলাঃ রাজবাড়ী, অত্র জামালপুর ইউনিয়নের প্রায় শতাব্দী কালের এক প্রাচীনতম ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান (উচ্চ বিদ্যালয়)।অত্র শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯০১ সাল থেকে এম,ই স্কুল হিসাবে পরিচালিত হইত। অতঃপর ১৯৩৪ সালে বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয় হিসাবে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি প্রাপ্ত হয়। সে থেকে উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল সর্বত্র ১৯৩৪ হিসাইে দেখানো হয়।
রায় সাহেব সুরেন্দ্র মোহন চক্রবর্ত্তী পিং শ্যামামোহন চক্রবর্ত্তী গ্রামঃ নলিয়া, ডাকঘরঃ নলিয়া,উপজেলাঃ বালিয়াকান্দি, জেলাঃ রাজবাড়ী,একজন অত্যন্ত সমাজ হিতৈষী জনদরদী জমিদার ছিলেন। তিনি তাঁহার স্বর্গীয় পিতা বাবু শ্যামামোহন চক্রবর্ত্তী এর নামানুসারে বিদ্যালয়ের নামকরন করেন। ইংরেজ সরকার প্রতিষ্ঠাতা বাবু সুরেন্দ্র মোহন চক্রবর্ত্তী মহাশয়কে সমাজ কল্যান মূলক কাজের স্বীকৃতি হিসাবে তাঁহাকে ‘‘রায় সাহেব’’ উপাধিতে ভহষিত করেন। বর্তমানে বিদ্যালয়টি তাঁহার অতীত গৌরব ও ঐতিহ্য ধারন করে অব্যহত ভাবে সুনাম রক্ষা করে চলছে। নিভৃত পল্লীতে অবস্থান সত্বেও বিদ্যালয়ের ফলাফল বরাবরই চোখে পরার মত।
ক্রঃ নং | নাম | পদবী |
১ | জনাব, এ.কে এম ফরিদ হোসেন মিয়া | সভাপতি |
২ | জনাব, মোঃ জহুরুল আলম মিয়া | অভিভাবক সদস্য |
৩ | জনাব, মোঃ লিয়াকত আলী মোল্লা | ঐ |
৪ | জনাব, মোঃ মজিবর রহমান বিশ্বাস | ঐ |
৫ | জনাব, মোঃ অলিয়ার রহমান মিয়া | ঐ |
৬ | জনাব, অলোকা রানী দেবনাথ | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি |
৭ | জনাব, আবুল মোতালেব মোঃ অলি উল্লাহ | শিক্ষক প্রতিনিধি |
৮ | জনাব, মোঃ নজরুল ইসলাম | ঐ |
৯ | জনাব, বেবী সুলতানা | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি |
১০ | জনাব মোঃ নুরুল ইসলাম তালুকদার | বিদ্যোৎসাহী সদস্য |
১১ | জনাব, মোঃ শাহজাহান মিঞা | প্রধান শিক্ষক/সদস্য সচিব |
ক্রমিক নং | ছাত্র/ছাত্রীর নাম | মেধা |
১। | মোঃ রিমন | ট্যালেন্টপুল |
২। | অর্পা চক্রবর্ত্তী | ,, |
৩। | শিপ্রা বিশ্বাস | ,, |
৪। | সোনিয়া আক্তার | ,, |
৫। | পল্লব মজুমদার | ,, |
৬। | বিকাশ ঘোষ | ,, |
৭। | এস,এম,সাফাত রহমান বিস্ময় | ,, |
৮। | সাদিয়া সুলতানা | ,, |
৯। | মনিরা সুলতানা | ,, |
১০। | টুকটুকি ঘোষ | ,, |
১১। | জান্নাতে তহুরা খাতুন | ,, |
১২। | সৈকত কুমার দেবনাথ | ,, |
১৩। | তাবাসসুম রুবাইয়া তরী | ,, |
১৪। | আবিদা বিনতে ছালেহিন | ,, |
১৫। | জাবির মাহমুদ | সাধারন |
১৬। | শামীমা ইয়াসমিন | ,, |
১৭। | শামীমা ইয়াসমিন মুক্তা | ,, |
১৮। | আখের খান | ,, |
১৯। | তিথিলা কুন্ডু | ,, |
২০। | হাবিবা খাতুন | ,, |
২১। | মোঃ ইমরান সেখ | ,, |
২২। | বিপ্র ভট্টাচার্য্য | ,, |
২৩। | মোঃ কামরুল সেখ | ,, |
২৪। | দিগন্ত বিশ্বাস | ,, |
২৫। | পাপড়ী মজুমদার | ,, |
২৬। | পৃথ্বি প্রতিম আচার্য্য | ,, |
২৭। | সজিব বিশ্বাস | ,, |
২৮। | সামিয়া খানম | ,, |
২৯। | কাজী আরশি | ,, |
৩০। | বিউটি সরকার | ,, |
৩১। | জান্নাতে হুরে বদন ইমা | ,, |
৩২। | অনিক ভট্টাচার্য্য | ,, |
৩৩। | রাকিবুল মোল্লা | ,, |
নলিয়া শ্যামামোহন ইনষ্টিটিউশন
ডাকঘরঃ নলিয়া, উপজেলাঃ বালিয়াকান্দি, জেলাঃ রাজবাড়ী।
স্কুল কোডঃ ৬৬১২, থানা কোডঃ ২৫০, জেলা কোডঃ ৩২
EIIN:১১৩২৬৪
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস