বহরপুর উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষার আলোদান করিয়া আসছে। বর্তমান শিক্ষার্থী সংখ্যা ১১৮৫ জন ও শিক্ষক সংখ্যা ৩৪ জন। প্রতিষ্ঠানটি গ্রামীন এলাকায় ছায়া- সুনিবিড় পরিবেশে অবস্থিত। বিদ্যালয়ের নিজস্ব জমির পরিমান ৫.৫৮ একর। বর্তমান সুদক্ষ ম্যানেজিং কমিটি ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। যাহার ফলশ্রুতিতে বিদ্যালয়ের পাবলিক পরিক্ষার ফলাফল উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে প্রায় শতভাগে উন্নীত হয়েছে এবং প্রতিবছরই বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
বিদ্যালয়টি অত্র এলাকার কতিপয় শিক্ষানুরাগীদের প্রচেষ্টায় প্রতষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্নে এটি নিম্ন মাধ্যমিক স্কুল হিসাবে প্রতিষ্ঠিত হয় ।পরবর্তিতে ধাপে ধাপে মাধ্যমিক স্তরের স্বীকৃতি লাভ করে বর্তমান মানবিক,বিজ্ঞান ব্যবসায় শিক্ষা শাখায় পাঠদান চলছে।
মোটছাত্রছাত্রীরসংখ্যা --- ৮১০জন
ছাত্রছাত্রীরসংখ্যাশ্রেনীভিত্তীক | ৬ষ্ঠশ্রেনী– ২০০জন, ৭মশ্রেনী– ১৬৫জন, ৮ম শ্রেনী– ২১৫জন, ৯মশ্রেনী– ১৪০জন, ১০শ্রেনী– ৯০জন।মোট ৮১০ জন |
নাম | পদবী |
মোঃ খলিলুর রহমান খান | সভাপতি |
পংকজ কুমার ভৌমিক | শিক্ষক প্রতিনিধি |
মোহাম্মদ ছমির উদ্দিন | ঐ |
পারুল পারভীন | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি |
মোঃ কবীর রহমান মন্ডল | অভিভাবক সদস্য |
মোঃ নুরুউদ্দিন সেখ | ঐ |
মনোয়ার হোসেন | ঐ |
মোঃ মোস্তফা কামাল | ঐ |
লাবলী আক্তার | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
মোঃ আব্দুল মালেক সেখ | দাতা সদস্য |
তরুন কান্তি সাহা | শিক্ষানুরাগী সদস্য |
বিগত৫বছরেরসমাপনিপরিক্ষারফলাফল/ | ২০০৭– ৬১% , ২০০৮–৫৭% , ২০০৯– ৮৮% , ২০১০– ৮২%, ২০১১-৯১% ।
|
শিক্ষাবৃত্তির তখ্য | ২০০৭৩জন , ২০০৮সালে-২ জন,- ০৩ জন,২০১০ ২জন ট্যালেন্টপুল, ও ১ সাধারণ , ২০১১ সালে সাধারন -৫জন। |
অর্জন | ২০০৮ সালে ০৬ জন, ২০০৯ সালে ০৬ জন , ২০১০ সালে ০৭ জন ২০১১ সালে ০৪ জন পাবলিক পরিক্ষায় জিপিএ -৫ পাইয়াছে।
|
ভবিষ্যৎপরিকল্পনা | সদাশয় সরকারের গৃহিত বিভিন্ন শিক্ষা বিস্তারে পদক্ষেপ বাস্তবায়নের লক্ষে এসএসসি ভোকেসনাল কোর্স খোলা । |
রাজবাড়ী জেলা শহর হতে বাস যোগে বহরপুর বাস স্ট্যান্ড থেকে পশ্চিম দিকে ৩০০ গজ গিয়ে বামে বহরপুর উচ্চ বিদ্যালয়।
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস