বিদ্যালয়টি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা সদর হইতে ১০ কিঃমিঃ উত্তর পশ্চিমে সোনাপুরুনারুয়া সড়ক সংলগ্ন বেরুলী বাজার ও নবাবপুর ইউনিয়ন পরিষদের পশ্চিমে অবস্থিত।০১ টি দ্বিতলা ভবন (আংশিক) ,০১টি দ্বিতলা ভবন ও ০১ টি আধাপাকা ভবন রহিয়াছে । শিক্ষকুকর্মচারী ব্যবহার যোগ্য ০১ টি .ছাত্রীদের জন্য ওছাত্রদের জন্য ০১ টি শৌচাগারসহ পানিনিষ্কাশন ও ০২ টি অগভীর নলকুপ ,চতুর্দিকে পাকা বাউন্ডারী ওয়াল এবং মজবুত প্রবেশদ্বার , যথাযোগ্য আভ্যন্তরিন ক্যাম্পাস ও সহশিক্ষা কার্যক্রমে ব্যবহার্য বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ ,খেলার সামগ্রি , শিক্ষা উপকরণ , পৃথক কম্পিউটার কক্ষ ,পৃথক বিজ্ঞানাগার .পৃথক লাইব্রেরী, ছাত্রীদের জন্য পৃথক কমন রুম,বিজ্ঞানমেলায় যোগদান ব্যবস্থা,তর্ক-বিতর্কঅনুষ্ঠান নিয়মিত করন। বিশাল মঞ্চ ও শহীদ মিনার।
অত্র প্রতিষ্ঠানটি স্থানীয় গন্যমান্য জ্ঞানীজনের উদ্যোগে জনাব মোঃ আত্তাপ উদ্দিন সাহেবের অনুদানে ১৯৭০ ইং সালে প্রতিষ্ঠিত হয়।
এ ছাড়াও বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পিছনে জনাব মোঃ চাঁদ আলী মাষ্টার ,মোঃ ওয়াজেদ আলী খান, মোঃ তোফাজ্জেল হোসেন মোল্যা ও ডাঃ আজাহার অঅলী সাহেবের অবদান অনস্বীকার্য। অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিদের সিদ্বান্ত মোতাবেক নবাবপুর ইউনিয়নের নামে নবাবপুর উচ্চ বিদ্যালয়টি নাম করন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস