ধর্মতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়টি একটি সুন্দর পরিবেশে । এটি একতলা ভবন বিশিষ্ট। এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ মোট ১২জন শিক্ষক এবং দুই এম.এল.এস.এস. ও একজন নৈশ্য প্রহরী রয়েছে।
ইতিহাস | অত্র প্রতিষ্ঠানটি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উদ্যোগে অভয়নগর গ্রামের জ্ঞানভিক্ষু বাবু কারীপদ মন্ডল-এরস্বপনকে বাস্তবে রুপ স্ফীত রুপকারের সাথে অবতীর্ণ হলেন বাবু ক্ষিতিশ চন্দ্র মন্ডল, বাবু কমলেশ চন্দ্র সরকার,বাবু নিত্যগোপাল বিশ্বাস,বাবু সধীর বিশ্বাস,বাবু বৈদ্যনাথ মন্ডল, বাবু নিখিল চন্দ্র বিশ্বাস, বাবু ভূপেন্দ্রনাথ বিশ্বাস এবং জনাব মো: সিরাজ উদ্দিন শেখ ।তাহাদের হাত প্রসারিত করে এগিয়ে এলেন এলাকার শিক্ষানুরাগী(জাবি ও অর্থ)। তাহাদের সম্মিলিত প্রয়াসে এই দুর্বল ও অনগ্রসর নিভৃত পল্লীর ছায়া বিথী ঘেরা ধর্মতলায় মনোরম পরিবেশে গঠিত হলো অত্র এলাকার আলোক বর্তিকা একটি টিনের ঘর। সেই ১৯৯৫খ্রী: তারিখে সুষ্ট আলোক বর্তিকা কালের সঞ্চায়নে পরিণত হয়েছে,আজ পূর্ণ কালের প্রদীপ ধর্মতলা অঅদর্শ মাধ্যমিক বিদ্যালয় । |
মোট ছাত্র/ছাত্রীর সংখ্যা শ্রেণী ভিত্তিক | ৬ষ্ঠ শ্রেণী | ৭ম শ্রেণী | ৮ম শ্রেণী | ৯ম শ্রেণী | ১০ম শ্রেণী | |||||
ছেলে | মেয়ে | ছেলে | মেয়ে | ছেলে | মেয়ে | ছেলে | মেয়ে | ছেলে | মেয়ে | |
৬৫ | ৫১ | ৬২ | ৮১ | ৬৩ | ৬৮ | ৪১ | ২৩ | ৩১ | ২৫ |
বর্তমান পরিচালনা কমিটির সদস্য সংখ্যা ১২জন।
বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয় হিসাবে গড়ে তোলা।
কুমারেশ বাছাড়
প্রধান শিক্ষক
ধর্মতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়
বালিয়াকান্দি,রাজবাড়ী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস