বিদ্যালয়ের সংক্ষিপ্ত বর্ণনাঃ
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলাধীন বহরপুর ইউনিয়ন পরিষদের বালিয়াকান্দি-মধুখালী সড়কের নার্সারীর পূর্ব পার্শে রাজবাড়ী ভাটিয়াপাড়া রেল পথের আড়কান্দি রেল ষ্টেশন ও আড়কান্দি বাজর সংলগ্ন প্রত্যন্ত পল্লীর ছায়াবিথি ঘেরা আড়কান্দি একটি সুপরিচিত নাম, একটি অভিজাত আদর্শ গ্রাম। এই গ্রামের এক মনোরম পরিবেশে অবস্থিত আমাদের প্রাণপ্রিয় এ বিদ্যাপিঠ ‘‘আড়কান্দি উচ্চ বিদ্যালয়’’। আধুনিক জীবন যাপনের অনেক সুযোগ সুবিধাই এখানে বিদ্যমান। বিদ্যালয়টির অবকাঠামোর দিক থেকে বলতে গেলে বলা যায় অবকাঠামোগত অবস্থা মোটামুটি ভাল। এখানে তিন কক্ষ বিশিষ্ট একতলা ভবন দুইটি এবং তিন কক্ষ বিশিষ্ট আধাপাকা টিনশেড ভবন একটি ও এক কক্ষ বিশিষ্ট আধা পাকা টিনশেড ভবন একটি। বিদ্যালয়টিতে ছাত্রীদের জন্য চারটি, ছাত্রদের জন্য দুইটি, শিক্ষক মন্ডলীর জন্য দুইটি, প্রধান শিক্ষক মহোদয়ের জন্য একটি শৌচাগার রয়েছে। বিদ্যালয়টিতে প্রযুক্তিগত শিক্ষা তথা কম্পিউটার শিক্ষা সহ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা চালু আছে।
ইতিহাসঃ
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলাধীন বহরপুর ইউনিয়ন পরিষদের রাজবাড়ী ভাটিয়াপাড়া রেল পথের আড়কান্দি রেল ষ্টেশন ও আড়কান্দি বাজর সংলগ্ন প্রত্যন্ত পল্লীর ছায়াবিথি ঘেরা আড়কান্দি একটি সুপরিচিত নাম, একটি অভিজাত আদর্শ গ্রাম। এই গ্রামের এক মনোরম পরিবেশে অবস্থিত আমাদের প্রাণপ্রিয় এ বিদ্যাপিঠ ‘‘আড়কান্দি উচ্চ বিদ্যালয়’’। আধুনিক জীবন যাপনের অনেক সুযোগ সুবিধাই এখানে বিদ্যমান। মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে যেটির অভাব ছিল প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল সেটি হলো এলাকায় শিক্ষা বিস্তারের জন্য একটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। যে অভাবটি প্রতিনিয়ত অনুভব হচ্ছিল এলাকাবাসীর অন্তরে-অন্তরে। যার অভাবে বঞ্চিত হচ্ছিল এলাকার অসংখ্য সম্ভাবনাময় তরুন ছাত্র/ছাত্রী। বিশেষ করে নারী শিক্ষা দিনের পর দিন হচ্ছিল বঞ্চিত পশ্চাদপদ। সেদিনের এ অন্ধকার ক্ষণে শিক্ষার মহান আদর্শে অনুপ্রাণিত জ্ঞানের প্রদীপ জ্বেলে অন্ধকার দূর করার অঙ্গিকার নিয়ে এগিয়ে এলেন মাছাপাড়ার সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক, মাছপাড়া এলাকার শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যার অবদান অনস্বীকার্য, মাছপাড়া এলাকার শিক্ষার অগ্রদুত, মাছপাড়ার স্থপতি, রুপকার, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমথ কুমার দাস-এর শিক্ষাগুরু স্বর্গীয় বাবু অমূল্য কুমার বর্ধন মহাশয়। তিনিই প্রথম স্বপ্ন দেখেন তাঁরই ছাত্র প্রমথ কুমার দাসের নেতৃত্বে আড়কান্দিতে একটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ার। শিক্ষা প্রসারের কথা ভেবে যাদের হৃদয় বিচলিত হয়েছিল তাদেরই স্বপ্নের সফল প্রকাশ এ শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়ের সেই স্বপ্ন দ্রষ্টার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে রুপকারের ভূমিকায় অবতীর্ণ হলেন তখনকার বহরপুর ইউনিয়ন পরিষদের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান মরহুম জনাব শেখ নজির আহমেদ। তখন সময় ইং ১৯৭৪ সাল। নবজাত বাংলাদেশের এই প্রত্যন্ত পল্লীর ছায়াবিথী ঘেরা এক মনোরম পরিবেশে স্বপ্ন দ্রষ্টা আর রূপকারের এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ার কর্মযজ্ঞে ঝঁপিয়ে পরেন এলাকার একদল কর্মচঞ্চল শিক্ষানুরাগী মানুষ। স্থাপিত হলো স্বপ্নের প্রতিষ্ঠান আড়কান্দি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। পরে ১৯৮২ ইং সালে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়। সেই থেকে এর যাত্রা শুরু হয়ে আজও অব্যাহত দীপ্তিমান।
এলাকাবাসীর আন্তরিক প্রচেষ্টা, কঠোর পরিশ্রম আর অনুদানে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি আজও এলাকায় শিক্ষাদানে নিবেদিত। অনুসরনীয় সে মহান আদর্শকে সামনে রেখেই একটি সুযোগ্য ব্যবস্থাপনা কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী শিক্ষাদানে ব্রতী রয়েছেন। তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত যাদের প্রত্যক্ষ ও পরোক্ষ অনুদান ও অবদানে প্রতিষ্ঠানটি সমৃদ্ধ হয়েছে তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদ্যালয়ের শ্রী বৃদ্ধিতে আপনাদের সকলের সহানুভূতি ও সহযোগিতা কামনা করি।ঃ
মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা | ৫৩৩ | |||||||
ছাত্র-ছাত্রীর সংখ্যা(শ্রেণী ভিত্তিক) | ৬ষ্ঠ‘ক’ | ৬ষ্ঠ‘খ’ | ৭ম‘ক’ | ৭ম‘খ’ | ৮ম‘ক’ | ৮ম‘খ’ | ৯ম | ১০ম |
৭৩ | ৭৭ | ৪২ | ৪৫ | ৬২ | ৮১ | ৮৪ | ৬৯ |
বিগত ৫বছরের সমাপণী | জে.এস.সি | ২০১০ | ২০১১ | ||||
৭৪.১৯% | ৪৮.৪৩% | ||||||
পাবলিক পরীক্ষার ফলাফল | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ | ২০১২ | ||
৫৮.৫৭% | ৬৩.৬৩% | ৫৭.৬৪% | ৯৫.৮৩% | ৯০% |
শিক্ষা বৃত্তির তথ্য | ১৯৭৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত জুনিয়র বৃত্তি প্রাপ্ত ছাত্র/ছাত্রী- ট্যালেন্টপুল- ০৯জন, সাধারণ বৃত্তি- ২০ জন। |
অর্জন | ১৯৮৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত উপজেলার মধ্যে এস.এস.সি পরীক্ষায় একাধিকবার ১ম স্থান অধিকার এবং ইংরেজী ও গণিত বিষয়ের শিক্ষক সহ বিদ্যালয়ে উদ্দীপনা পুরস্কার প্রাপ্ত। |
ভবিষ্যৎ পরিকল্পনা | বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান বৃদ্ধিসহ বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। |
যোগাযোগ (ইমেইল এড্রেস সহ) | প্রধান শিক্ষক-মোইল নং ০১৭১৫-৪৫৩০১৮, ইমেইল-arkandihighshool@gmail.com |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস