স্থানীয় বিশিষ্ট সমাজ সেবক এ্যাডভোকেট বদিউজ্জামান স্ব-উদ্যোগে ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গের সার্বিক সাহায্য সহযোগীতায় বাওনাড়া উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়ের কোড নং ৬৫৪১। ইআইআইএন-১১৩২৮১।
বিদ্যালয়টি ০১/০১/১৯৯৮ ইং সালে বাওনাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত। বিদ্যালয়টি ০১/০১/১৯৯৯ ইং সালে জাতীয় শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত। বিদ্যালয়টি ২০০৯ সালে ৯ম শ্রেণি খোলার অনুমতি পেয়ে বাওনাড়াউচ্চ বিদ্যালয় নামে পরিচিতি লাভ করে। |
৬ষ্ঠ-৮০, ৭ম-৫২, ৮ম-৫২, ৯ম-৪৫, ১০ম- ৬০ জন। |
১। মো: আবুল কালাম আজাদ-সভাপতি ২। রোজি আক্তার-দাতা সদস্য ৩। আকবর আলী-অভিভাবক সদস্য ৪। জাহিদ আহম্মেদ-প্রতিষ্ঠাতা সদস্য ৫। আতাউর রহমান-বিদ্যোৎসাহী ৬। আজাহার মল্লিক-অভিভাবক সদস্য ৭। জহুরা বেগম-মহিলা সদস্য ৮। আ: হাকিম সেখ-অভিভাবক সদস্য ৯। হারুন অর রশিদ-ঐ ১০। রফিকুল ইসলাম-শিক্ষক প্রতিনিধি ১১। সৈয়দ নজরুল ইসলাম-ঐ ১২। তাহমিনা আক্তার- শিক্ষক প্রতিনিধি মহিলা ১৩। মুহাম্মদ রফিকুজ্জামান-প্রধান শিক্ষক/সদস্য সচিব। |
কারিগরিশাখা খোলার কাজ প্রক্রিয়াধীন |
০১৭২৪৮০০৬৫২ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস