রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জংগল ইউনিয়নের অন্তর্গত পোটরা গ্রামেপোটরা সরকারী প্র্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত । এলাকার অর্থনৈতিক অবস্থা খারাপ হলেও শিক্ষার প্রতি বেশ আগ্রহ ও উৎসাহ আছে। এই বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক সহ মোট ৬জন শিক্ষক আছে।
১৯১৯ সালে তৎকালীন শিক্ষানুরাগী বাবু পঞ্চানন বিশ্বাসের দানকৃত জমির উপর প্রতিষ্ঠিত হয়।স্কুলটিতে ২১৮ জন শিক্ষার্থী লেখাপড়া করছে।
ছাত্র-ছাত্রীর সংখ্যা(শ্রেণীভিত্তিক) | ১ম-৩৬জন, ২য়-২৪জন, ৩য়-৪৮জন, ৪র্থ-৫৪জন, ৫ম-৪৫ জন । |
বর্তমানে পরিচালনা কমিটির তথ্য | ১৬-০২-২০১০ ইং থেকে বর্তমান পরিচালনা কমিটি কার্যকরী আছে। |
বিগত ৫ বছরের সমাপনী/ | ২০০৯-২০১১ইং-১০০% ২০০৮-৯৮%, ২০০৭-৯৭% । |
শিক্ষা বৃত্তির তথ্য | বর্তমানে স্কুল ছাত্র-ছাত্রীর সংখ্যা ২০৭ জন এবং ১০৪ শিক্ষাবৃত্তির আওতায় |
অর্জন | এলাকার শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে এবং স্কুলে শতভাগ ছাত্র-ছাত্রী । |
ভবিষ্যৎ পরিকল্পনা | প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত বর্ধিত করণ এবং স্কুলের বাউন্ডারী প্রাচীর নির্মাণ করা । |
যোগাযোগ মোবাইল নং- | ০১৭১৮-৫২৮২২৩ । |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস