রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলাধীন অলংকারপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়টি গড়াই নদীর তীরে এক নিভৃত পল্লীতে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের সহায়তায় ১৯৯৩ ইং সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৭ ইং সালে নিম্ন মাধ্যমিক হিসাবে ১ম স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়ের মোট জমির পরিমান ১.০৭ একর। বিদ্যালয়টির জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফল খুবই সন্তোষজনক। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর এলাকার শিক্ষা বিস্তারে যথেষ্ট ভূমিকা রাখছে।
ক্রমিক নং | নাম | পদবী | মন্তব্য |
০১. | উপজেলা নির্বহী অফিসার | সভাপতি | বোর্ড কতৃক মনোনীত |
০২. | জনাব কুদ্দুসুর রহমান | অভিভাবক সদস্য | উপজেলা নির্বাহী অফিসার কতৃক মনোনীত |
০৩. | জনাব শহীদুল আলম | শিক্ষক প্রতিনিধি | জেলা শিক্ষা অফিসার কতৃক মনোনীত |
০৪. | প্রধান শিক্ষক | সদস্য সচিব | পদাধিকার বলে |
সাল | এস এস সি | পাশের হার % |
| জে এস সি | পাশের হার % | ||||||
পরীক্ষার্থী সংখ্যা | পাশের সংখ্যা | পরীক্ষার্থী সংখ্যা | পাশের সংখ্যা | ||||||||
মোট | ছাত্রী | মোট | ছাত্রী | মোট | ছাত্রী | মোট | ছাত্রী | ||||
২০১৪ ইং | ২০ |
| ১৭ |
| ৮৫.০০% |
|
|
|
|
| |
২০১৩ ইং | ১৯ | ০৯ | ১৫ | ০৭ | ৭৮.৯৪% | ৩৫ |
| ৩০ | - | ৮৫.৭৫% | |
২০১২ ইং | ৩৯ | ২৫ | ২৮ | ১৬ | ৭১.৭৯% | ৩৩ | ১৫ | ২৭ | ১১ | ৮১.৮১% | |
২০১১ ইং | ৭৩ | ৪৩ | ৪৮ | ২৮ | ৬৬.৬৬% | ২৭ | ১১ | ২০ | ০৯ | ৭৪.০৭% | |
২০১০ইং | ১১৯ | ৫৯ | ৬১ | ২৯ | ৫১.২৬% | ২৫ | ১১ | ১৬ | ১০ | ৬৪.০০% |
অলংকারপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়
ডাকঘরঃ জংগল বাজার, উপজেলাঃ বলিয়াকান্দি, জেলাঃ রাজবাড়ী।
বিদ্যালয় কোডঃ ৬৫৮২ ই আই আই এন নং: ১১৩২৭৬
উপজেলা কোডঃ ২৫০ জেলা কোডঃ ৩২
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস