সংক্ষিপ্ত বর্ণনা | অত্র বিদ্যালয়টি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলাধীন নারুয়া ইউনিয়নের অন্তর্গত মধুর গ্রামের মনোরম পরিবেশে অবস্থিত। নারুয়া-সোনাপুর প্রধান সড়কের পাশে দুইটি ভবন নিয়ে বিদ্যালয়ের অবস্থান। |
ইতিহাস | ১৯৩৯ সালে মধুপুর, খালিয়া ও শোলাবাড়িয়া গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের চেষ্টায় অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব হাতেম আলী তৎকালীণ সময় থেকেই বিদ্যালয়টি সুনামের সাথে চলছে। |
মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা | ৩১০ জন।
|
ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণী ভিত্তিক) | ১ম শ্রেণী- ৫১জন, ২য় শ্রেণী- ৮৪ জন ৩য় শ্রেণী- ৭২জন ৪র্থ শ্রেণী- ৫৭ জন, ৫ম শ্রেণী- ৪৬ জন |
বর্তমান পরিচালনা কমিটির তথ্য | বর্তমানে ১২ জন সদস্য সম্বলিত পরিচালনা কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে |
বিগত ৫ বছরের সমাপনী/ | ৫ বছরের গড় ফলাফল ৮৯%
|
পাবলিক পরীক্ষার ফলাফল | ১০০%
|
শিক্ষা বৃত্তির তথ্য | ১৯৮০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত- ৫৩ জন ছাত্র-ছাত্রী বৃত্তি লাভ করেছে। |
অর্জন | প্রতি বছরই অত্র বিদ্যালয় বৃত্তি লাভ করে থাকে।
|
ভবিষ্যৎ পরিকল্পনা | বিদ্যালয়টি আরও ভাল ফলাফলের প্রত্যাশায় পরিচালিত হচ্ছে।
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস