বিদ্যালয়টি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা হইতে ০৯ কিঃমিঃ উত্তরে বালিয়াকান্দি গান্ধিমারা সড়ক সংলগ্ন রামদিয়া বাজারের পশ্চিম পাশে অবস্থিত। ১টি দ্বিতল ৩তলা বিশিষ্ট ও ২টি আধাপাকা ভবন রহিয়াছে। |
অত্র প্রতিষ্ঠানটি স্থানীয় গন্যমান্য জ্ঞানী জনের উদ্যোগে রামদিয়া গ্রামস্থ বাবু বেনীমাধব রায় মহাশয়ের অনুদানে (অর্থ ও জমি) ১৯৩১ ইং সালে প্রতিষ্ঠিত হয় এবং রামদিয়া বি,এম (বেনী মাধব) উচ্চ বিদ্যালয় নামকরণ করা হয়। তৎপর ১৯৩৪ ইং সালে ০৫/১০/১৯৩৪ ইং তারিখে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিষ্ঠানটি ১ম স্বীকৃতি লাভ করে। ১৯৪০ সালের প্রাকৃতিক দূর্যোগের ঘুর্ণিঝড়ে বিদ্যালয়ের সমস্ত ভৌতকাঠামো বিধস্ত হলে উহার পূনঃ নির্মাণ কাজে প্রয়োজনীয় অর্থ স্থানীয় বাবু বিপিন চন্দ্র সাহা মহাশয় দান করেন। সে সুবাদে বিদ্যালয়টির নামের সহিত তাহার নাম যুক্ত হয়, ফলে প্রতিষ্ঠানটির নাম হয় রামদিয়া বি,এম (বেনী মাধব) বি,সি (বিপিন চন্দ্র) উচ্চ বিদ্যালয়। যা সংক্ষেপে বি,এম,বি,সি উচ্চ বিদ্যালয় নামে পরিচিত। |
৬ষ্ঠ-২৬০, ৭ম-১৯০, ৮ম- ২১১, ৯ম- ১৩৯, ১০ম- ১১০ |
|
১০০% শিক্ষার্থীর স্কুল ড্রেস পরিধান, ৯০% নিয়মিত স্কুল হাজিরা নিশ্চিত হওয়া, যথাযথ ক্ষেত্রে শিক্ষা উপকরণ ব্যবহার। |
radiabmbcs1931@gmail.com. |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস