ভৌগলিক অবস্থানঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ডাকঘরঃ লক্ষনদিয়ার অন্তর্গত গ্রামীণ পরিবেশে রাজবাড়ী জেলা রোডের পাশেই অবস্থিত। তৎকালীন অত্র শিক্ষার কোন মাধ্যম না থাকায় অত্র অঞ্চলের জ্ঞানী বাক্তিদের সমন্বয়ে বিদ্যালয়টি স্থাপিত।
প্রতিষ্ঠানের নামঃ ঃ নটাপাড়া উচ্চ বিদ্যালয়।
প্রতিষ্ঠানের সালঃ ঃ ১৯৬৮ সাল
প্রতিষ্ঠানের ধরনঃ ঃ মাধ্যমিক(সহ শিক্ষা)
শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পেরে ১৯৬৮ খ্রিঃ শিক্ষার আলক বর্তিকা থেকে বঞ্চিত অনগ্রসর নটাপারা অঞ্চলের মাধ্যমিক শিক্ষার দ্বার উন্মোচনের লক্ষে তৎকালীন সময়ের নটাপাড়া অঞ্চলের শিক্ষানুরাগী বাক্তিবর্গের সহজগিতায় নটাপাড়া বিদ্যালয়টির জাত্রা শুরু হয়।
০১-০১-১৯৭৪ সালে একাডেমিক স্বীকৃতি লাভ করে এবং ০১-০১-১৯৮৭ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে এটি এম, পি, ও ভুক্ত হয়।
ষষ্ঠ
ছাত্রঃ ৫৫, ছাত্রিঃ ৫০
সপ্তম
ছাত্রঃ ৫৩, ছাত্রিঃ ৫৯
অষ্টম
ছাত্রঃ ৭০, ছাত্রিঃ ৮৬
নবম
ছাত্রঃ ৩৭, ছাত্রিঃ ৩৫
দশম
ছাত্রঃ ৩৪, ছাত্রিঃ ২৬
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস