লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। স্বাধীন বাংলাদেশকে আন্তর্জাতিক মানে পরিণত করা এবং বিশ্ব মানচিত্রের বুকে একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করার এক মহাপ্রয়াস ডিজিটাল বাংলাদেশ, যার ধারাবাহিকতায় রয়েছে ভিশন-২০২১ ও ভিশন-২০৪১। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ যুগোপযোগী পদক্ষেপ ও ভিশন বাস্তবায়নের এক নিরলস কর্মী ও নিষ্ঠাবান সৈনিক উপজেলা প্রশাসন, বালিয়াকান্দি, রাজবাড়ী।
গড়াই ও চন্দনা নদী বিধৌত প্রাচীন এই শান্তিপ্রিয় নিরিবিলি জনপদে সরকারি ও বে-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয়ের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সোনার বাংলা গড়ায় প্রত্যয়ে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ উপজেলা প্রশাসন, বালিয়াকান্দি, রাজবাড়ী।
“আসুন, জানুন,
নিজের সেবা নিজে বুঝে নিন।”
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস