Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
কল্যাণ দীঘি-7
বিস্তারিত

কল্যান দীঘি:

বালিয়াকান্দি থানার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামের পাশে কল্যান দীঘি। ১৬ খাদা জমির বিরাট আকারের এই দীঘি কাল প্রবাহের বিবর্তনে সমতল জলাশয়। অনেকের মতে অষ্টাদশ শতকের রাজা সীতারাম রায় দীঘিটি খনন করেন। সে সময়ে এ অঞ্চল সীতারাম রায়ের অধিনস্থ ছিল এবং তার অস্থায়ী রাজধানী ছিল। বালিয়াকান্দির অদূরে নলিয়া গ্রামে। সুলতানি আমলে কল্যান দীঘির পার্শ্ববতী অঞ্চলটি বর্ধিষ্ণু হিসাবে পরিচিতি পায়। কল্যান দীঘির অনতি দুরে জ্যোর্তিবিদ্যা চর্চা কেন্দ্র ছিল। শত্যানন্দ সিদ্ধান্ত বাগীস এখান থেকে পঞ্জিকা প্রকাশ করতেন।