Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র-6
বিস্তারিত

মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র:
বিষাদ সিন্ধু খ্যাত মীর মশাররফ হোসেন স্মৃতি বিজরিত পৈত্রিক নিবাস পদমদীতে তার সমামধিকে ঘিরে ১৯৯৯ সালে তৈরী করা হয় মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র। সংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে দুই কোটি তিপ্পান্ন লক্ষ ত্রিশ হাজার টাকা ব্যয়ে দুই একর জমির উপর স্মৃতি কেন্দ্রটি নির্মান করা হয় মীর মশাররফ হোসেন ও তার স্ত্রীর সমাধিকে  ঘিরে নির্মিত এই স্মৃতি কেন্দ্রে একটি পাঠাগার একটি শীততাপ নিয়ন্ত্রীত অতিথি কক্ষ,সভা কক্ষ, মিউজিয়াম, ডাইনিং রুম প্রর্ভতি তৈরী করা হয়েছে। মীরের অবাক্ষ মুর্তি যে কোন দশর্কের দৃষ্টি আকর্ষন করে। এ স্মৃতি কেন্দ্রে মীর খক্তদের পাশাপাশি শীত মৌসুমে প্রচুর পর্যটকের ভীর জমে।