শিক্ষা, চাকুরী, ভ্রমণ কিংবা অন্য যাই হোক বিদেশ গমনের কারণ এবং স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী যাই হোক কাঙ্খিত ভ্রমণের সময়কাল জানা থাকা প্রয়োজন ভিসা সংক্রান্ত তথ্য এবং নিয়মাবলী। ইউনিয়ন ইনফরমেশন এন্ড সার্ভিস সেন্টার ওয়েবসাইটের এই অংশে বিভিন্ন দেশের দূতাবাস এবং ভিসা ও ইমিগ্রেশন সংক্রান্ত তথ্য প্রদানকারী ওয়েবসাইট সমূহের লিংক পাবেন।
এমব্যাসিস এবং কনসুলেটস্
ভারতীয় দূতাবাস ভারত সরকার, কনসুলার সার্ভিস, মেডিকেল এবং পর্যটন ব্যবস্থা নিয়ে তথ্যাদি প্রদান করে।
এখানে গণপ্রজাতন্ত্রী সিঙ্গাপুরের কনসুলেট, তার ভিসা সংক্রান্ত তথ্য, ভিসা ফরম এবং সিঙ্গাপুরের বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে।
অস্ট্রেলিয়ান হাই কমিশন ঢাকাতে কন্সুকলার সুবিধা প্রদান করে।
কানাডা হাই কমিশান, কানাডা ইমিগ্রেশানের ব্যাপারে কনসুলার সম্পর্কিত সাহায্য ও তথ্য প্রদান করে।
ঢাকাতে সুইডেন দূতাবাস, দূতাবাস ও সুইডিস কম্পানি এবং অন্যান্য এনজিও সম্পর্কিত তথ্যাদি প্রদান করে।
দেশ হিসাবে জার্মান, দূত ও দূতাবাস, রাজনৈতিক সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতা সম্পর্কে জানতে ক্লিক করুন।
নরওয়ে ও তার রয়েল এমব্যাসি এবং বিস্তারিত উন্নয়নমূলক তথ্যাদি জানতে ক্লিক করুন।
ব্রিটিশ দূতাবাস পর্যটন উপদেশ, দ্বৈত নাগরিকত্ব, কনসুলার ও বিয়ে তথ্যপ্রদান করে।
দূত ও দূতাবাস, ভিসা সার্ভিস, ব্যবসা ও বানিজ্য সম্পর্কে তথ্যাদি জানতে ক্লিক করুন।
বাংলাদেশের সাথে ইউরোপিয়ান কমিশনের প্রয়োজনীয় এগ্রিমেন্টের তালিকা ও বর্ণনা।
কনসুলার, বানিজ্যিক ও উন্নয়নমূলক কর্মকান্ড এবং বাংলাদেশের র?য়াল নেদারল্যান্ড এমব্যাসি সম্পর্কিয় তথ্যাদি জানতে ক্লিক করুন।
বাংলাদেশে জাপানি ভাষা সম্পর্কি্য় কোর্স, এই দুই দেশের সম্পর্ক, দুতাবাস,কনসুলার এবং ভিসা সমন্ধে তথ্য দিয়ে থাকে।
এই ওয়েবসাইটটে বাংলাদেশে অবস্থিত সংযুক্ত গণপ্রজাতন্ত্রী তানজানিয়ার কনসুলারের বিস্তারিতভাবে যোগাযোগের ঠিকানা রয়েছে। ভিসা এপ্লিকেশন ফরমও আছে।
স্বল্প এবং দীর্ঘমেয়াদি ভিসা সম্পর্কিত তথ্য এবং ফরম্ পেতে ক্লিক করুন।
বাংলাদেশে রাশিয়া দূতাবাস ও তার আনুষাঙ্গিক কর্মকান্ডের সূচি, রাশিয়ার শিক্ষাব্যবস্থা ও বিস্তারিত যোগাযোগের তথ্যাদি জানতে পারবেন।
ইমিগ্রিশান
কিছু দেশের প্রয়োজনীয় ইমিগ্রিশান সংক্রান্ত তথ্য জানতে নিচের অংশটি দেখুন।
ভিসা এবং ওয়ার্ক পারমিট যাচাই
বিভিন্ন দেশের ভিসা এবং ওয়ার্ক পারমিট অনলাইনে যাচাই করুন।
ওমানের ভিসা সংক্রান্ত এই সাইটটিতে আপনি আপনার ভিসার সর্বশেষ অবস্থা অনলাইনে পেতে পারেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS