Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাজার


১। শাহ পাহলেয়ানের মাজারঃ

ষোড়শ শতকে ধর্ম প্রচারের উদ্দ্যেশ্য সুদুর বাগদাদ থেকে জবরদস্ত পীর শাহ পাহলেয়ান আগমন করেন। বালিয়াকান্দি থানার চন্দনা নদীর তীরে সেকাড়ায় বাসস্থান নির্মাণ করেন। এ তাপস প্রবরের প্রভাবে ইসলাম প্রচার বৃদ্ধি পায়। তিনি পীর খান জাহান আলীর উত্তর সুরী ছিলেন। সেকাড়া গ্রামে তার কবর বিদ্যমান। শাহ পাহলেয়ান ফানাকি শায়েক স্তরের ছিলেন, তাই তার কবর পূর্ব পশ্চিম লম্বালম্বী  দিতে বলেছিলেন পীরের সম্মানে। কারণ তার পীর সেকাড়া থেকে দক্ষিণে অবস্থান করছিলেন।


২। মনু মিয়া ও ছনু মিয়ার মাজারঃ

বালিয়াকান্দি উপজেলার দক্ষিণবাড়ি গ্রামে মনু ময়িা ও ছনু মিয়া তাপস প্রবরের কবর। এই তাপস প্রবরের দুই ভাই শাহ পাহলেয়ানের শিষ্য ছিলেন এবং ইসলাম  ধর্ম প্রচারে ব্রতী এই দুই সাধকের অনেক মাযেজার কাহিনী এ অঞ্চলে প্রচলিত আছে। মনু মিয়া ও ছনু মিয়া পদ্মায় ডুবন্ত এক নৌকা বদনার মধ্যে হাত দিয়ে উদ্ধার করেন এমন কাহিনী এ অঞ্চলে প্রচলিত।


৩। শাহ আল মাদানীর মাজারঃ

বালিয়াকান্দির সন্নিকটে জাবরকোল গ্রামে শাহ আল মাদানীর মাজার অবস্থিত। জানা যায় তিনি সুদুর মদিনা থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্য এখানে আসেন। তার মৃত্যুর পর এখানে তাকে সমাধিস্থ করা হয়।

 

 

Last Update : 20 April 2014