বালিয়াকান্দি উপজেলার উল্লেখযোগ্য নদী চন্দনা , গড়াই , হড়াই ও পুষশলী । পদ্মার মানষ কণ্যা চন্দনা । মূলত চন্দনা নদীর তীরেই বালিয়াকান্দি উপজেলা সদর অবস্থিত । চন্দনা নদীর মাধ্যমে বালিয়াকান্দি দ্বিখণ্ডিত হয়েছে । চন্দনার উৎপত্তি পদ্মা নদী থেকে । চন্দনার মোট ৈদ্ঘ্য প্রায় ১১২ কিঃ মিঃ এর মধ্যে বালিয়াকান্দি অংশের ৈদ্ঘ্য ২০ কিঃ মিঃ । চন্দনা বালিয়াকান্দির ৫টি ইউনিয়নের মধ্য দিয়ে গিয়ে মধুমতি নদীতে গিয়ে মিশেছে। অন্য দিকে গড়াই নদীর উৎপত্তি স্থলও পদ্মা । গড়াই নদীর বালিয়াকান্দি অংশের ৈদ্ঘ্য ১৭ কিঃ মিঃ । পানি উন্নয়ন বোর্ড নারুয়া ও জংগল ইউনিয়নের মধ্যে নদীর পাড়ে বাধ তৈরী করেছে। হড়াই নদীর উৎপত্তি স্থলও পদ্মা । হড়াই নদীর বালিয়াকান্দি অংশের দৈঘ্য প্রায় ১০ কিঃ মিঃ । পুষশলী নদীটি উলুপাতার বিল থেকে উৎপত্তি হয়ে শান্তিপুরে ভাটি খালের সাথে মিশেছে। পুষশলী নদীর বালিয়াকান্দি অংশের দৈঘ্য প্রায় ০৬ কিঃ মিঃ । এক সময় এই নদী গুলিই উপজেলার যোগাযোগের প্রধান মাধ্যম ছিল ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS